মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর অভিযানে ২ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের ২ জন মাদকসেবীকে আটক করাসহ কয়েক পুরিয়া গাঁজা জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। আটককৃত ও দন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলো উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামের আহমদ মন্ডলের ছেলে মোঃ রফিজ মন্ডল (৬০) ও পাবনা সদর উপজেলার ব্যারাক মোড় এলাকার হুনাই খানের ছেলে সম্রাট হোসেন (২৪)। দন্ডপ্রাপ্ত মাদকসেবীদের চাটমোহর থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।