চাটমোহরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা)
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:৫০ এএম
চাটমোহরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

পাবনা চাটমোহরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সরকারি,বেসরকারি পর্যায়ে একসব কর্মসূচি পালিত হয়। চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তেলন,মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,প্রীতি ফুটবল ম্যাচ,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,বিজয় মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসসের সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলসহ সরকারি কর্মকর্তাবৃন্দ। 

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও মুসা নাসের চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম। এসময় সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দু’দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় সুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এছাড়া ছিল হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

এদিকে মহান বিজয় দিবসের সকালে উপজেলা পরিষদ চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে চাটমোহর থানা পুলিশ,উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠণ,চাটমোহর প্রেসক্লাব,দৈনিক আমাদের বড়াল,দৈনিক চলনবিল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১,উপজেলা পূজা উদযাপন পরিষদ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,জাতীয় আদিবাসী পরিষদ,অরবিট্ল লিংক শিক্ষা পরিবার,বিদ্যাপীঠ স্কুল,বড়াল বিদ্যা নিকেতন,জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণ ও শিক্ষাপ্রতিষ্ঠান। 

এছাড়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আপনার জেলার সংবাদ পড়তে