ক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মোর যায়, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণও বুঝি যায় রে, ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা নাই নাই রে, এ প্রাণও বুঝি যায় রে, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণও বুঝি যায় রে, দুনিয়াটা প্রেমেরি কারখানা হাজার হাজার জ্বলে প্রেমও জ্বালা, যুগে যুগে বেঁচে থাকে ভালবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা, ভালোবাসা জানি না বন্ধু, প্রেম কারে কয়, তুমি আমার জীবন রে বন্ধু, তুমি আমার জয়, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণও বুঝি যায় রে, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণও বুঝি যায় রে, ও তুমি ছাড়া বাঁচি না, ও তুমি ছাড়া বাঁচি না, ও তুমি বিনা নাই নাই রে, এ প্রাণও বুঝি যায় রে, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণও বুঝি যায় রে”।
এই গানটি স্থানীয় এক শিল্পী ১৬ ডিসেম্বর বিজয় দিবস অনুষ্ঠানের সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চে গাইছিলেন। এ সময় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরা গানের তালে তালে মঞ্চের নিচে নাচতে শুরু করে। এই নাচের সাথে শিক্ষকদের ভিডিওটি আকতার রহমানে নামের এক ব্যক্তির ফেসবুকে লেখেন, চরম বেহাপনা? যে সকল শিক্ষক নাচ গানে খোলামেলা অংশগ্রহণ করেছেন তাঁদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। তিনি আরও লেখেন জেনে রাখা উচিত বাঘা একটি ঐতিহাসিক স্থান, এখানে অনেক বুদ্ধিজীবী পীর, কামিল-দরবেশ যাঁরা ইসলাম প্রচারে এসে চিরবিদায় নিয়ে শায়িত আছেন, তাঁদের আত্মার প্রতি তথা ইসলামের প্রতি আঘাত হানা হয়েছে বলে মনে করি।
এই মন্তব্যের পর মো. রোহান নামের এক ব্যক্তি মন্তব্য করেন ১৬ ডিসেম্বরে এবার প্রথম নোংরামি করে বিজয় দিবস উদযাপন হল বরাবর উপজেলা প্রশাসনের মাধ্যমে সুন্দর একটি অনুষ্ঠান বাঘাতে হতো। সুজন লিখেছেন ইকটু ডিটেইলস এ বললে ভালো হয়। অপরাধ করলে বিভাগীয় ব্যবস্থা নেবার ব্যবস্থা করতে হবে। ডিটেইলস এ তুলে ধরেন।
সেলিম সরদার লিখেছেন, ১৬ ডিসেম্বর উপলক্ষে একটু আনন্দ করেছে মাত্র, প্রতি বছর বাঘা হাইস্কুলে হয় এই বছর কলেজে হয়ছে সেই জন্য আনন্দ ডাবল। জাহিদ হাসান লিছেন, এদের বিচার হওয়া উচিত। এমন ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয় দিবস অনুষ্ঠানের এক মঞ্চে। এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কমকর্তা শাম্মী আক্তার বলেন, এ বিষয়ে কেউ আমাকে জানায়নি। এ ধরনের ফেসবুকে একটি ভিড়িও দেখেছি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষের সাথে কথা বলবো, শিক্ষকরা কেন এ ধরনের কাজ করলেন ?।