বিজয় দিবস উপলক্ষে ভাঙ্গুড়ায় বিএনপির আলোচনা সভা

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা)
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৪ এএম
বিজয় দিবস উপলক্ষে ভাঙ্গুড়ায় বিএনপির আলোচনা সভা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা  বিএনপির একাংশের উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রাতে উপজেলার চরভাঙ্গুড়া খাঁ পাড়া মোড়ে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি  এডভোকেট মজিবুর রহমান।

সাবেক সেনা সদস্য  বিএনপি নেতা মিজানুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম নুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, হাজী জালাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তামী ও সদস্য সচিব ডাবলু সরকার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে