সাতক্ষীরায় মোটরবাইক ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা)
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৭ এএম
সাতক্ষীরায় মোটরবাইক ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

সাতক্ষীরায় বালুবাহী ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতক্ষীরা সদরের মুনজিতপুর গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে জয় ও মাছখোলা গ্রামের মোঃ হাবিবউল্লাহর ছেলে তানজিমুল হাসান সিহাব। সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে তারা দুইজন এফ জেড মোটরসাইকেলে করে সাতক্ষীরা ফিরছিলেন।

এমতাবস্থায় সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকার ঠিকানা ইটভাটার সামনে পৌছুলে দ্রুত গতির মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। পরে, ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এসময় সাতক্ষীরা-যশোর সড়কে যানজট সৃষ্টি হয়।  খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ দুটি উদ্ধার করেন। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে