ময়মনসিংহে সড়ক দুর্ঘনায় নিহতের সংখ্যা বেড়ে ১১জন

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৩:২০ পিএম
ময়মনসিংহে সড়ক দুর্ঘনায় নিহতের সংখ্যা বেড়ে ১১জন

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে ফুলপুরে আটজন ও তারাকান্দায় তিনজন । শুক্রবার (২০ জুন) রাত পৌনে নয়টার দিকে ফুলপুরের ইন্দারাপার মোড়ে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার ও সন্ধ্যা ৬টার দিকে তারাকান্দার রামচন্দ্রপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে  এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে ফুলপুর থেকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্রটি পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের ৫ যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ হতাহতদের উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত অস্থায় ৫ জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়।

ফুলপুরে নিহতদের মধ্যে মাহিন্দ্রার চালকসহ আট যাত্রী রয়েছে। এদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৮), নিশুনিয়াকান্দা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে জহর আলী (৭০), বাট্টা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী হাসিনা খাতুন (৫০), পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার কয়ারহাটি গ্রামের মৃত হাজী জবান আলীর ছেলে শামসুদ্দিন (৬৫) ও রংপুরের আজিম উদ্দিন (৩৫)।

এ দিকে দুর্ঘনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে ময়মনসিংহের তারাকান্দায় সিএনজি চালিত অটো রিকসা ও অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দার কোদালদর এলাকার হিমালয় ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

তারাকান্দায় নিহতরা হলেন- জেলার ধোবাউড়া উপজেলার বরাটিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫), ফুলপুর উপজেলার মদীপুর সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (১৫) ও ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের শুইলাম বুধবারিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলম (৩৫)। তাদের মধ্যে মোহাম্মদ আলম সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দার কোদালদর এলাকার ময়মনসিংহগামী একটি সিএনজি ও হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং গুরুতর আহত হন চারজন।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।

আপনার জেলার সংবাদ পড়তে