নাম নয়ন তরপদার বয়স প্রায় (২৫) বছর। কিন্তু জন্ম থেকে নয়ন অন্ধ ও বাকপ্রতিবন্ধি। কথা বলতে পারে না। হাটতেও পারে না। পিতার সাহায্যে হুইল চেয়ারে করে পরের দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে নয়ন তরপদার । শনিবার সকালে রাস্তায় বের হওয়ার সময় সামনে পড়ে নয়ন তরপদার ও তার পিতা ভিক্ষা করার জন্য দৃশ্য । এ সময় নয়নের পিতা মন্টু তরপদারের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। নয়ন তরপদারের বাড়ী সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে।
মন্টু তরপদার জানান আমার ছেলে জন্ম থেকে অন্ধ ও বাকপ্রতিবন্ধি। গত কয়েকবছর আগে একটি এন জি ও থেকে এই হুইল চেয়ারটি দিয়েছিল। সেই থেকে ছেলে কে নিয়ে দু বেলা দু মুঠো ভাতের জন্য পরের দ্বারে দ্বারে ভিক্ষা করে কোন রকমে বেচে আছি।
মন্টু তরপদার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোক। কিন্তু এদের খোজ কেউ রাখে না। মন্টু তরপদার জানান ভিটেবাড়ী ছাড়া কিছুই নেই। সংসারে তার স্ত্রী ও ২ পুত্র এবং এক কন্যা রয়েছে। বড় পুত্র শশুর বাড়িতে থাকে। বাড়ীতে এই অন্ধ পুত্র ও ছোট এক কন্যা রয়েছে। পরের দ্বারে দ্বারে ভিক্ষা করে কোন রকমে দু বেলা দু মুঠো ভাত খেয়ে বেচে আছি ।
প্রতিবন্ধি নয়ন তরপদারের প্রতিবন্ধি ভাতা পায় কিনা জানতে চাইলে তিনি জানান পরিষদ থেকে ছেলের একটি কার্ড হয়েছে। কিন্তু একবার ভাতা পেয়েছিলাম আর এই একবছর কোন ভাতা পায়নি। তিনি জানান মনে হয় কেউ আমাদের টাকা তুলে নিচেছ। এখন কি করে বাচবো।
এ বিষয়ে কথা হয় অত্র ওয়াডের ইউপি সদস্য রবিউল ইসলামের সঙ্গে তিনি জানান এ বিষয়ে তো ওরা কিছু বলেনি। তবে এখন তো হ্যাকারেরা বিভিন্ন কৌশলে টাকা তুলে নিচেছ । এমন কোন ঘটনা হয়ত ঘটতে পারে। তবে বিষয় টি আমি দেখবো। অন্য দিকে অত্র ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন জানান আমি তো বিষয় টি জানি না। এ বিষয়ে তালা উপজেলার সমাজ সেবা অধিদপ্তরে খোজ নিতে হবে।
কথা হয় তালা উপজেলার সমাজসেবা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ইমদাদুল হোসেনের সঙ্গে । তিনি এ প্রতিবেদক কে জানান ভাই আমি তো তালায় নতুন এসেছি। বিষয়টি তো আমি জানি না। তবে মন্টু তরপদার কে তার আইডি কার্ডটি আনতে বলবেন। তাপর বিষয় টি দেখবো।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোক বলে নয়ন তরপদার কি সমাজের বোঝা হয়ে বেচে থাকবে এমন প্রশ্ন বাক প্রতিবন্ধি নয়নের পিতা মন্টু তরপদারের। মন্টু তরপদার তার প্রতিবন্ধি পুত্রের প্রতিবন্ধি ভাতা শীঘ্রই পায় তার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন।