নোয়াখালীতে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর নাম শাহনাজ আক্তার পিঙ্কি (২৮) সে চৌমুহনী পৌর হাজিপুর হাকিম আলী সাহেবের বাড়ির প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর স্ত্রী। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় তার শশুর সহ দুইজন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর হাজীপুর গ্রামে। পিংকির বাবার বাড়ি চৌমুহনী পৌরসভার ৯ নং ওয়ার্ডে।
সে পার্শ্ববর্তী ৮ নং ওয়ার্ডে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে আগে থেকে উৎপেতে থাকা খালেদ সাইফুল্লাহ তাদের গতিরোধ করে পিংকি কে এলো পাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে পিঙ্কি কে বাঁচাতে তার শ্বশুর রেজাউল হক এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর যখন করে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার পিংকিকে মৃত ঘোষণা করে। ঘটনার পর বেগমগঞ্জ থানার এসআই জসীমউদ্দীন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।