সুজানগরে পদ্মার ভাঙ্গনের কবলে বাড়ি-ঘর ও ফসলী জমি

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৫:১৬ পিএম
সুজানগরে পদ্মার ভাঙ্গনের কবলে বাড়ি-ঘর ও ফসলী জমি

চলতি বর্ষা মৌসুমে পাবনার সুজানগরের পদ্মা নদীতে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। আর এই ভাঙ্গনের কবলে পড়েছে নদীপাড়ের বাড়ি-ঘর এবং ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা। 

উপজেলার সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, গত ৫/৭দিন হলো পদ্মা নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। বিশেষ করে পদ্মার ভাঙ্গনের কবলে পড়েছে উপজেলার সাতবাড়ীয়া, নিশ্চিন্তপুর, তারাবাড়ীয়া নারুহাটি, গুপিনপুর, মাছপাড়া, রাইপুর, সাতবাড়ীয়া খেয়াঘাট, কাঞ্চন পাকর্, পদ্মা রিসোর্ট ও সাতবাড়ীয়া মৎস্য আড়তসহ /১০টি গ্রামের বাড়ি-ঘর ও ফসলী জমি। পদ্মাপাড়ের নারুহটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান বলেন পদ্মার বড় বড় ঢেউয়ের তোড়ে শত শত বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পদ্মায় পানি বৃদ্ধি এবং ভাঙ্গন অব্যাহত থাকলে পদ্মাপাড়ের ১০/১২টি গ্রামের অর্ধশত বাড়ি-ঘর, গাছপালা এবং হাজার হাজার বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। উপজেলার মাছপাড়া গ্রামের পদ্মাপাড়ের বাসিন্দা বন্দে আলী বলেন আমার বাড়ি একদম পদ্মা নদীরপাড়ে। যেভাবে পদ্মার ঢেউ ধাক্কা মারছে তাতে যেকোন সময় আমার বাড়ি-ঘরসহ আশপাশের বাড়ি-ঘর ও মূল্যবান গাছপালা নদীতে বিলীন হয়ে যেতে পারে। সেই সঙ্গে ভাঙ্গনের কবলে পড়তে পারে একাধিক শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠান। এ ব্যাপারে পাউবো বেড়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন ভাঙ্গন প্রতিরোধে ওই সকল এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। প্রয়োজনে সিসি ব্লকের বাঁধ নির্মাণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে