কলাপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের সেলাই মেশিন বিতরণ

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী)
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৯ এএম
কলাপাড়ায় পিছিয়ে পড়া  জনগোষ্ঠীর নারীদের সেলাই মেশিন বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে অনগ্রসর জনগোষ্ঠীর ২০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।  মঙ্গলবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ সেলাই মেশিন তাদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মে. রবিউল ইসলাম। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র ইপজিয়া প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া, প্রোগ্রাম ম্যানেজার ইলিয়াস মুর্ম প্রমুখ । ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ২০ নারীকে এক মাস প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে এ সেলাই মেশিন প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে