কলাপাড়ায় দরিদ্র কৃষকদের সূর্যমুখী বীজ ও সার বিতরণ

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী)
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪২ এএম
কলাপাড়ায় দরিদ্র কৃষকদের সূর্যমুখী বীজ ও সার  বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের ফলে পতিত জমি চাষযোগ্য করার লক্ষ্যে পিছিয়ে পড়া অতি দরিদ্র কৃষকদের মাঝে রবি শস্য বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে  ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের পরিবর্তন প্রকল্পের আওতায় ২০ জন এবং ইপজিয়া প্রকল্প থেকে ৭ কৃষককে সূর্যমূখীর বীজ এবং সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  আরাফাত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মশিউর রহমান এবং নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্নের প্রোগ্রাম ম্যানেজার এলিয়াস মূর্মু, প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম  অফিসার সীমা ভেরোনিকা রোজারিও , মনিটরিং অফিসার বিধান বিশ্বাস ফিল্ড অফিসার ডনি মল্লিক প্রমুখ।

প্রতি দুই বিঘা জমিতে চাষাবাদের জন্য কৃষকদের এক কেজি সূর্যমুখী বীজ, এক কেজি জিঙ্ক সার,৩০ কেজি ইউরিয়া সার, ১৫ কেজি পটাশ সার,২০ কেজি টিএসপি সার, জিপসাম ১৫ কেজি, ও কীটনাশক প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে