রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী শিক্ষা শিবিরের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ জুন শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার আমীর অধ্যাপক মো. আব্দুল খালেক। এ কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সেক্রেটারী মো. গোলাম মর্তুজা।
এসময় তানোর উপজেলা জামায়াতের আমীর মাও. আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা শাখার সভাপতি ড. ওবাইদুল্লাহ।
উক্ত কর্মী শিক্ষা শিবিরে উদ্ধোধনী বক্তব্য রাখেন, উপজেলা আমীর মাও. মো. আলমগীর হোসেন, দারসুল কোরআন পরিচালনা করেন মাও. ইসমাইল আল হাসানী, সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, রাজশাহী জেলা, সহিহ্ কোরআন শিক্ষা পরিচালনা করেন হাফেজ সৈয়দ আলী, উপজেলা সহকারী সেক্রেটারী।
এছাড়াও ইসলাম ও অন্যান্য মতবাদ নিয়ে আলোচনা করেন- ড. ওবাইদুল্লাহ, রাজশাহী জেলা ও বাইয়াতি জিন্দেগীর গুরুত্ব ইহতে সাব ও সমাপণী বক্তব্য পেশ করেন উপজেলা আমীর মাও. মো. আলমগীর হোসেন। ই/তা