চাঁদপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৪:২৮ পিএম
চাঁদপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও বাগাদী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা  হয়েছে। গতকাল শনিবার ২১ জুন সকালে প্রথমে বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেলে বাগাদি ইউনিয়নের নানুপুর হাই স্কুল মাঠে  প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় তিনি বলেন, জুলাই আগস্ট এর মধ্যে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সকল সংগঠনের নেতাকর্মী বৃন্দ সদস্য নবায়ন করে নিবেন এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করতে এবং যারা বিএনপির নতুন সদস্য হতে ইচ্ছুক তাদের যাচাই বাছাই করে প্রাথমিক সদস্য সংগ্রহ করতে হবে। এটি আমাদের দলের চলমান প্রক্রিয়া। আগামী জুলাই আগস্ট এর মধ্যে আমরা সদস্য সংগ্রহ কাজটি সম্পন্ন করতে পারব। 

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ, জনগণের পাশে থাকতে হবে। এমন কর্মকান্ড করা যাবে না।দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। প্রতিদিন নেতাকর্মীকে আগামী ৫-৭ মাস কঠোর পরিশ্রম করতে হবে। ধানের শীষের বার্তা নিয়ে বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমাদের দল ক্ষমতায় আসলে, প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে উন্নয়ন করা হবে। মানুষ যাতে শান্তি-শৃঙ্খলা উন্নয়ন এবং সুন্দরভাবে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারে। সেই লক্ষ্য নিয়ে তারেক রহমান দেশ পরিচালনা করবে। এলাকায় কোন সন্ত্রাস চাঁদাবাজ মাদকের স্থান হবে না। 

তিনি আরো বলেন, দলের প্রতিটি নেতাকর্মী একেকজন তারেক রহমান ও ধানের শীষ।আমি জানিনা ধানের শীষ আমার হবে কিনা। যার কপালে কি রাখছে, মাবুদ আল্লাহ ছাড়া জানে না কেউ।  

তিনি বলেন, জাতীয়তাবাদী দলের পতাকা তলে সবাই থাকবো। আমরা শুধু আন্দোলন করেছি আর জেল খেটেছি। সময় এসেছে জনগনের সেবা করার। যারা নতুন সদস্য হবেন আপনারা সকলে জাতীয়তাবাদীদল ও তারন্যের অহংকার তারেক রহমানের সালাম ঘরে ঘরে পৌঁছে দিবেন। আর বলবেন এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হলেই দেশের ও সকলের উন্নয়ন হবে। তারেক রহমানের আর্দশ নিয়ে আমরা কাজ করছি। সবসময় দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল  মিশন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর আলম জুয়েল, পৌর বিএনপির সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন সাগর, মোহাম্মদ আলী খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন,  সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামছুল আরেফিন খান, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী,যুগ্ম সম্পাদক নায়ক সোহেল,  সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খানসহ অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে প্রধান অতিথির নেতা-কর্মীদের হাত থেকে সদস্যপদ নবায়ন করেন নেতৃবৃন্দ।

এছাড়া বালিয়া ইউনিয়ন নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন কাজী, সিনিয়র সহ-সভাপতি আমিনুল আহসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ তালুকদার।

বাগাদী ইউনিয়ন নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বাবুল মোল্লা, বাগাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেনসহ ইউনিয়ন বিএনপির, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়া ও বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও পরিচালনায় ছিলেন বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকরা।

এদিন চাঁদপুর সদরের ১৪ টি ইউনিয়নেই বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক উল্লেখিত দুটি ইউনিয়ন সফর করে কর্মসূচি উদ্বোধন করেন। বাকি ইউনিয়ন সমূহে জেলা বিএনপির নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে