যশোরের ঝিকরগাছা মহিলা কলেজে ২০২৫ সালে ২৬ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (২২ মে) দুপুরে ঝিকরগাছা মহিলা কলেজের ছাত্রী-শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন - আঃ হাকিম, খলিলুর রহমান, আমিনুর রহমান পিন্টু, সাহারা ইয়াসমিন মিতা, শামসুল আলম বাশার সহ বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। ২৬ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাফিজুর রহমান।