চাঁদপুরে মোবাইল চোর সিন্ডিকেট সদস্য আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৭:২৮ পিএম
চাঁদপুরে মোবাইল চোর সিন্ডিকেট সদস্য আটক

চাঁদপুর জেলা শহরে যৌথ বাহিনী কর্তৃক মোবাইল চোর সিন্ডিকেট এর তালিকাভুক্ত এক সদস্যকে আটক হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে শনিবার  ২১ জুন ২০২৫ তারিখ রাত ১১.৫৫ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং চোরাকারবারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলায় কোড়ালিয়া এলাকা থেকে মোবাইল চোর সিন্ডিকেট এর সদস্য মোঃ সোহেল রানা (২১)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন এবং ০১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেফতারকৃতকে চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে