আমতলীতে ১২ হাজার গাছের চারা ও ৪ হাজার ছাতা বিতরণ

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৭:৪১ পিএম
আমতলীতে ১২ হাজার গাছের চারা ও ৪ হাজার ছাতা বিতরণ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে রবিবার দুপুরে ৪ হাজার ৩৮ শিশুর মধ্যে উন্নত জাতের সফেদা, পেয়ারা ও আমড়াসহ মোট ১২ হাজার ১শ’ ১৪টি ফলদ চারা  এবং ৪ হাজার ৩৮টি ছাতা বিতরণ করাধ হয়। নজরুল স্মৃতি সংসদ-এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন  এ গাছের চারা ও ছাতা বিতরণ করেন।

আমতলী পৌরসভা চত্ত্বরে চারা বিতরনের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, সাংবাদিক জাকির হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ ও মৃদুল সরকার।

আপনার জেলার সংবাদ পড়তে