কমলগঞ্জে গলায় দড়ি দিয়ে যুবতীর আত্মহত্যা

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ০৭:৫২ পিএম
কমলগঞ্জে গলায় দড়ি দিয়ে যুবতীর আত্মহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও গ্রামের সুমাইয়া আক্তার (২১) নামে এক যুবতী ঘরের তীরের সাথে গলায় দড়ি দিযে আত্মহত্যা করেছে। পুলিশ নিহত যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ জুন) বিকালে সবার অজান্তে  ঘরের তীরের সাথে দড়ি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী যুবতী সোনারগাঁও গ্রামের লোকমান মিয়ার মেয়ে ।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মসুদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক রোগী ছিল। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে