চাঁদপুরের বাবুরহাট - মতলব পেন্নাই সড়কে মোটরসাইকেল চাপায় ওয়াজ উদ্দিন (৬৫) নামের এক পথচারী মারা গেছে। গুরতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী ও তার স্ত্রী-সন্তান।
রোববার (২২ জুন ২০২৫) সন্ধ্যায় মতলব -বাবুরহাট সড়কের ডাকঘর নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ওয়াজ উদ্দিনের বাড়ী চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী শিপন খান জানান, ওয়াজ উদ্দিন নামক বৃদ্ধ লোকটি ডাকঘর এলাকায় মুদী দোকান থেকে রাস্তা পারাপারের সময় ফরিদগঞ্জ থেকে আসা মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। সাথে সাথে পথচারী বৃদ্ধ লোকটি ছিটকে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আহত হয়।
জানা যায়, মোটরসাইকেল আরোহী ফরিদগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের রহিম কাজীর ছেলে রাজু আহমেদ (৪৫)। তার স্ত্রী ও শিশু সন্তানও গুরুতর আহত হন।
স্থানীয় এলাকাবাসী তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধ ওয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মোটরসাইকেল আরোহী রাজু আহমেদ ও তার স্ত্রী, সন্তানের অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
উল্লেখ্য, মতলব-বাবুরহাট পেন্নাই সড়কে গত একমাসের ব্যবধানে ৫ টি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।