নাসিরনগরে মাদ্রাসার হাফেজদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৩:৩২ পিএম
নাসিরনগরে মাদ্রাসার হাফেজদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল

পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর  রফি উদ্দিন আহমদ  দারুল  কোরআন মাদ্রাসা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র  ও এতিমখানার হিফজ বিভাগের আয়োজনে করা হয় পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল । আজ সোমবার (২৩  জুন ) দুপুরে  মাদ্রাসা মসজিদ  প্রাঙ্গণে  এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও  দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআনের আলোয় আলোকিত ৩ জন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী পরিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও  মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপসচিব ও  মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি   মিছবাহ উদ্দিন মিনু । মাওলানা বোরহান উদ্দিন ফারুকীর  পরিচালনায় 

এতে প্রধান অতিথি  ছিলেন গোকর্ণ নুরে মদিনা মাদ্রাসার  মুহতামিম  মাওলানা নাসির উদ্দিন জাফরী  । বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ রাফিজ মিয়া, বিশিষ্ট ইসলামী  বক্তা  মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী, মাওলানা রায়হান আহমেদ, মোহাম্মদ আবদুল ওয়াদুদ পীর সাহেব,  মাওলানা এরশাদুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির  সেক্রেটারি ইখতিয়ার উদ্দিন আহমেদ, সহ- সেক্রেটারি মোহাম্মদ  জয়নাল আবেদীন । 

এ বছর মাদ্রাসা থেকে যারা হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন তারা হলেন- হাফেজ মোহাম্মদ ওমর ফারুক , মোহাম্মদ  নাহিদ মিয়া , মোহাম্মদ  আবদুর রহিম। 

প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ হাফেজদের মাথায় পাগড়ী পরিয়ে দেন এবং তাদের হাতে  সনদপত্র তুলে দিয়ে সম্মান জানান। এছাড়াও মাদ্রাসার ১২ জন কৃতি শিক্ষার্থী ক্লাসে ভাল ফলাফল অর্জন করায়  তাদেরকে পুরস্কৃত করা হয়।

সভাপতি  বক্তব্যে বলেন, “তোমরা পবিত্র কোরআনের পাখি, আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় তোমরা দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণের পথ বেছে নিয়েছো। এই আলোকে বুকে ধারণ করে ইসলাম ও দ্বীনের প্রচার-প্রসারে ভূমিকা রাখা এখন তোমাদের দায়িত্ব।” সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং মাদ্রাসার সফলতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে হাফেজ মাওলানা তারিক জামিল, প্রধান শিক্ষক  মূফতি মাওলানা ইসহাক ফরীদি, হাফেজ জাকারিয়া, ইঞ্জিনিয়ার  মোছাব্বির, হাফেজ ইয়াসিন আরাফাতসহ  হাফেজদের অভিভাবক, স্থানীয়  গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে