“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে সোমবার দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে তিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয় উপজেলা কৃষি চত্বরে। মেলার উদ্ধোধন শেষে উপজেলা কৃষি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবিশ,। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আফসানা মোস্তারী ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আরেফা খাতুনসহ প্রমুখ।