সোমবার দুপুরে উপজেলা কৃষি হলরুমে দিনাজপুরের কাহারোল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি বছরে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৪-২০২৫ ইং অর্থবছরে খরিপ/২ মৌসুমে রোপা আমন উফশী জাতের ধান বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে ২০ কেজি করে সার ও ৫ কেজি করে ধান তুলে দেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আফসানা মোস্তারী ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আরেফা খাতুনসহ প্রমুখ। উপজেলায় ৬টি ইউনিয়নে ২ হাজার ৯শত জন চাষী বিনামূল্যে সার ও বীজ পাবে।