সুজানগরে কৃষকের মাঝে বীজ সার ও চারা বিতরণ

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৩:৫৭ পিএম
সুজানগরে কৃষকের মাঝে বীজ সার ও চারা বিতরণ

চলতি খরিফ মৌসুমে পাবনার সুজানগর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলার ২হাজার ৪‘শ ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ধান বীজ, রাসায়নিক সার এবং নারিকেলসহ বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী,  উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ লুৎফর রহমান। শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত কৃষক-কৃষাণি ও শিক্ষার্থীদের মাঝে ওই বীজ, সার ও গাছের  চারা বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে