সরাইলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৪:০৮ পিএম
সরাইলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এই উপলক্ষ্যে সোমবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোশারফ হোসাইন। প্রভাষক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় কলেজের শিক্ষার্থী তামান্না আক্তারের কোরআন তেলাওয়াত ও  হৈমন্তি রায়ের গীতা পাঠের মাধ্যমে শুরূ হওয়া  সভায় বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য, সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক, স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, লেখক গবেষক ও ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য মৃধা ফয়সাল আহমেদ দুলাল, মো. ফয়েজ উদ্দিন, প্রভাষক মো. রূহুল আমিন রূবেল, মো. শফিকুর রহমান, উদীচী সরাইল শাখার সভাপতি মো. মোজাম্মেল পাঠান, শিক্ষার্থী সাকিবুন্নাহার, মুন্নি আক্তার প্রমূখ। পাঠদান ও শিক্ষার মানের প্রশংসা করে ১৯১৭ খ্রিষ্টাব্দে স্থাপিত ঐতিহাসিক সরাইল জনপদের একমাত্র মহিলা কলেজটিকে এগিয়ে নিতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন বক্তারা। প্রভাষক ও অতিথিরা পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরূত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন। সবশেষে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে দোয়া করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে