মধুখালীতে ৩০টি স্কুলের অংশ গ্রহনে কাব কার্নিভাল

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৪:১১ পিএম
মধুখালীতে ৩০টি স্কুলের অংশ গ্রহনে কাব কার্নিভাল

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ও মধুখালী উপজেলা স্কাউট শাখার আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১০ টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট নির্বাহী কমিটির সভাপতি মোঃ আবু রাসেল। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্কাউট লিডার উৎপল কুমার ভৌমিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল আকন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম এবং কাব স্কাউট নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল মুনসুর। এতে উপজেলার ৩০টি বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে পতাকা উত্তোলনের দায়িত্ব পালন করেন শিক্ষক আলপনা বিশ্বাস।

আপনার জেলার সংবাদ পড়তে