নাটোরের সিংড়া পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের ৩০ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৫০৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা কনফারেন্স হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়।
এতে রাজস্ব খাতে পাঁচ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা আয় ও চার কোটি ৯৭ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ২২ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা আয় ও ২৩ কোটি আট লাখ ৩০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে দুই কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৩৮১ টাকা।
পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, সিংড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, পৌর জামায়াতের আমির সাদরুল উলা, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ প্রমূখ।