ঝিনাইগাতীতে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা গ্রেপ্তার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৫:৫৬ পিএম
ঝিনাইগাতীতে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মো. বাবুল মিয়াকে (৫২) গ্রপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তার বাবুল মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। এর আগে গতকাল  রোববার দিবাগত রাত নয়টার দিকে ডেফলাই এলাকা থেকে অভিযুক্ত বাবুলকে স্থানীয়  লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন।

শিশুটির মা জানান, বাবুল মিয়া আমার  প্রতিবেশি ও দূরসম্পর্কের  দেবর। তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে। ইতোপূর্বে তিনি এমন ঘটনা আরো ঘটিয়েছে। গত ১৭ জুলাই দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবুলের গোয়াল ঘরে ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন প্রলাভন ও ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করে। বিষয়টি আমরা জানার পর মান সম্মানের ভয়ে চুপ ছিলাম। কিন্তু রোববার (২২ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে আমার মেয়ে ঘরের বাইরে বের হলে পুনরায় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে।এ সময় আমার মেয়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রোববার দিবাগত রাতেই  বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

অভিযুক্ত বাবুল মিয়া বলেন, এ ঘটনার কিছুই জানেন না, তিনি ষড়যন্ত্রের স্বীকার ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আর-আমীন বলেন, এ ঘটনায় থানায় ওই মেয়েটির মা বাদী হয়ে বাবুল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। সোমবার বাবুল মিয়াকে শেরপুর আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে