যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া থেকে নিখোঁজের ১৮ ঘণ্টা পর ওমর আলী (৫৮) নামে এক মৃগী রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে মজুমদার ওয়েল মিলের পেছনে তার নিজের মাছের ঘের থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওমর আলী চেঙ্গুটিয়া গ্রামের বুড়োর দোকান সংলগ্ন মৃত মোসলেম গাজীর ছেলে।
ওমর আলির স্ত্রী মর্জিনা বেগম বলেন, রোববার (২২ জুন) বিকালে নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমার স্বামী। সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। রোববার সকালে নিজেদের মাছের ঘেরে গিয়ে দেখা যায় তার মরদেহ পানিতে ভেসে রয়েছে। থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।’
তিনি আরো বলেন, ‘আমার স্বামী একজন মৃগী রোগী ছিলেন। এছাড়া তার তিনবার স্ট্রোক করেছিল। যে কারণে তার ব্রেনে সমস্যা সৃষ্টি হয়। ময়নাতদন্ত না করতে পুলিশকে অনুরোধ করা হয়েছে। কারণ মৃত্যু নিয়ে আমাদের কোন অভিযোগ নেই।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, সংবাদ পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তি একজন মৃগী রোগী ছিলেন বলে জানতে পেরেছি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।