ডেঙ্গু মোকাবেলায় বরগুনায় চালু হয়েছে হেল্প ডেস্ক

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৬:২৭ পিএম
ডেঙ্গু মোকাবেলায় বরগুনায় চালু হয়েছে হেল্প ডেস্ক

ডেঙ্গু মোকাবেলায় বরগুনা জেনারেল হাসপাতালে চালু হয়েছে, হেল্প ডেক্সসহ স্বেচ্ছাসেবী কার্যক্রম। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগোনারীর সহযোগিতায় বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম  সোমবার থেকে  ২০ দিনব্যাপি কার্যক্রম শুরু করেছে। 

সোমবার সকাল ৯টায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বরগুনা  জেনারেল  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজাওনুর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকাহ, জাগোনারী প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু ও সহসভাপতি মনির হোসেন কামাল।

প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দুই শিফটে ১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। হাসপাতালের নিচতলার গেটে হেল্প ডেস্কে দুজন স্বেচ্ছাসেবক বসবেন। তারা রোগী ও তার স্বজনদের সঙ্গে  কথা বলে সঠিক পরামর্শ ও সহযোগিতা করবেন। তিনজন স্বেচ্ছাসেবক ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। তারা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার পরামর্শ দিবেন। স্বজনদের অযথা ভীড় সামলিয়ে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখবেন। রোগীদের মশারীর মধ্যে থাকতে পরামর্শ দিবেন। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ থেকে ময়লা ফেলার জন্য কালার কোডের ঝুড়ি দেয়া হয়েছে। যেখানে রোগী ও স্বজনরা ময়লা ফেলবেন। 

এছাড়াও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ লিফলেটসহ সচেতনতামূলক পথ সভার আয়োজন করা হয়। 

একই অনুষ্ঠানে স্টার্ট ফান্ডের সহযোগিতায় জাগোনারী ও এনএনএস’র পক্ষ থেকে বরগুনা জেনারেল হাসপাতালে ২৫০টি মশারী প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে