চাঁদপুর সদর উপজেলায় পৃথকভাবে ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার এবং মরিচ হাইব্রিড বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ জুন ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুম প্রাঙ্গনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়।
এ সময় উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন রায় জানান, ২০২৪-২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসূচি আওতায় ৪০০ কৃষক মাঝে কৃষক প্রতি ৫ কেজি রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।
এছাড়াও ১২০ জন কৃষকের মাঝে মরিচ হাইব্রিড বীজ ও সার বিতরণ করা হয়। আরো দেওয়া হবে ৪০ জন কৃষককে ৫টি করে তালের চারা ও বেড়া। ১০০ কৃষকের মাঝে উফশী সবজি বীজ ও সার বিতরণ করা হবে। ৩৫০ জন কৃষকের মাঝে নারিকেল চারা বিতরন করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে আমন মৌসুমে উৎপাদন বাড়িয়ে কৃষকদের কৃষি কাজে আরও উৎসাহিত করা হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।