চাঁদপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৭:৪১ পিএম
চাঁদপুরে রথযাত্রা উপলক্ষে  আইন-শৃঙ্খলা রক্ষায় সভা

চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। 

চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২১ জুন, ২০২৫খ্রি. এই সভা অনুষ্ঠিত হয়।

 অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ), মো. লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন  চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব, পিপিএম। সভায় রথযাত্রার সার্বিক নিরাপত্তা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আব্দুল হান্নান রনি, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়,সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকারসহ চাঁদপুর জগন্নাথ মন্দিরের পুরোহিতগণ এবং অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে