করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯, ঝুঁকি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৭:৪৬ পিএম
করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯, ঝুঁকি বাড়ছে

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (২৩ জুন) গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী ছিলেন। তাদের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছর, ৭১ থেকে ৮০ বছর এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন ঢাকার বাসিন্দা, অন্য দুইজন চট্টগ্রাম বিভাগের। একজন সরকারি হাসপাতালে এবং দুইজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সেদিন ৪০৬টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে শনাক্তের হার দাঁড়ায় ৪ দশমিক ৬৮ শতাংশ। ঢাকা বিভাগ থেকে ১৮২ নমুনায় ৯ জন, চট্টগ্রাম থেকে ১৩৪ নমুনায় ৫ জন, ময়মনসিংহ থেকে ১২ নমুনায় ১ জন এবং রাজশাহী থেকে ৩৩ নমুনায় ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

দেশে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু ঘটেছে। চলতি বছর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালে এই বছর মোট শনাক্ত হয়েছেন ৪৫২ জন।

মহামারির শুরু থেকে মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ভাইরাসটির প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়ে, এবং ২০২১ সালে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল। ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমলেও সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণ আবার বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ভারতসহ পার্শ্ববর্তী দেশে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে। ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে