প্রোগ্রাম বিভাগ, বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায়, বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলার আয়োজনে পার্বতীপুর কেন্দ্রীয় কেলোকা কারখানার আবাসিক এলাকা মাঠে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কাব কার্নিভাল। সোমবার (২৩ জুন) সকাল ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু এ কর্মসূচীতে বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলার ১৮০ জন কাব স্কাউট অংশ গ্রহণ করে। কাব কার্ণিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। কাব কার্নিভাল আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতা মূলক একটি অনুষ্ঠান। কোমলমতি কাব স্কাউটেরা বিভিন্ন ষ্টেশন তৈরি করে বিভিন্ন রং বে রং এ সাজিয়ে এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। সোমবার বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার কর্মব্যবস্থাপক/আর আশীষ কুমার মন্ডল, সহকারী কর্মব্যবস্থাপক/আর, একেএম ফয়সাল, বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলা সম্পাদক মোঃ আখতারুজ্জামান, যুগ্ন সম্পাদক আরাফাত জামিল, স্কাউটার রেজাউল করিম, স্কাউটার আব্দুল মালেক, স্কাউটার মোঃ নুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের ইউনিট লিডার ও অভিভাবকবৃন্দ। সনদ বিতরণ ও সমাপ্তি ঘোষনার মাধ্যমে কাব কার্ণিভালের সমাপ্তি ঘোষনা করা হয়।