ভাঙ্গুড়ায় দিনব্যাপী স্কাউট কাব কার্নিভাল

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৫, ০৮:০৩ পিএম
ভাঙ্গুড়ায় দিনব্যাপী স্কাউট কাব কার্নিভাল

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটস  কাব কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং  উপজেলা স্কাউটসের আয়োজনে দিনব্যাপী উৎসবমুখর এই অনুষ্ঠান হয়।

আজ সোমবার (২৩ জুন) উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। 

এতে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯২ জন কাব স্কাউট সদস্য ও ৩০ জন কাব শিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুল ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, আজিম উদ্দিন,

কাব কার্নিভালের চিফ ও উপজেলা  স্কাউটস কমিশনার হাবিবা খন্দকার ইভা

, জেলা স্কাউটস সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা স্কাউটস সম্পাদক আব্দুল হাকিম, সহ-সভাপতি সোহেব কামাল রতন, কোষাধ্যক্ষ শাহীনুর রহমান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাব স্কাউটসদের মূল্যায়নের মাধ্যমে দিনব্যাপী এ কাব কার্নিভাল শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে