দিনাজপুরের কাহারোল উপজেলায় উপজেলা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তরের অংশ) এর আওতায় মৎস্যজীবি, মৎস্য ব্যাবসায়ী, মাছ চাষী প্রদর্শনী মালিকদের মাঝে এস.এস কাভার্ড স্টাইবোফোম বক্স, মৎস্য খামার প্রদর্শনীর উপকরণ এবং ছাগল বিতরণ করা হয়।
কাহারোল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে মঙ্গলবার ২৪ জুন সকাল ১১টায় অফিসের সামনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীনের সঞ্চালনায় উপকরণ বিতরণ করেন কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু সরফরাজ হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদ প্রমুখ।