মাধবপুরে কৃষকদের বিনা মূল্যে সার,বীজ ও চারার বিতরণ

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৩:৫৩ পিএম
মাধবপুরে কৃষকদের বিনা মূল্যে সার,বীজ ও চারার বিতরণ

হবিগঞ্জের মাধবপুরে খরিপ/২৫ এর আওতায় কৃষকদের বিনামূল্যে সার,বীজ ও চারার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদ বিন কাশেম প্রধান অতিথি হিসাবে কৃষকদের মধ্যে এ গুলো তুলে দেন। কৃষি কর্মকর্তা সজিব সরকার’র সভাপতিত্বে বিতরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, প্রাণী সম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জাকিরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেল, সহকারি কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। ২২৫০ জন কৃষকের সার, বীজ এবং ১৫০০ জনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে