বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে ‘অক্ষর পাঠাগার’

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৬:৩৭ পিএম
বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে ‘অক্ষর পাঠাগার’

 বরগুনা শহরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ‘অক্ষর পাঠাগার’ এর পক্ষ থেকে গতকাল ২৩ জুন ২০২৫‘ইং একটি শহরের বিভিন্ন  এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।

এই কর্মসূচির আওতায় বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস এবং ক্যাম্পাসসংলগ্ন এলাকায় জমে থাকা পানিতে ডেঙ্গুর লার্ভা ধ্বংসে ওষুধ ও ব্লিচিং পাউডার ছিটানো হয়। পাশাপাশি ময়লা-আবর্জনা পরিষ্কার করে পুরো কলেজ এলাকা পরিচ্ছন্ন রাখা হয়।

এছাড়াও কলেজ রোড এলাকার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভিতরে এবং আশপাশে একই কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সতর্কতার বার্তা সম্বলিত লিফলেটও বিতরণ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে এই ধরণের উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন সচেতন মহল।

আপনার জেলার সংবাদ পড়তে