চাটমোহরের গুনাইগাছা ইউনিয়ন পরিষদে লবি মিটিং

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৬:৪৪ পিএম
চাটমোহরের গুনাইগাছা ইউনিয়ন পরিষদে লবি মিটিং

ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসহ প্রাসঙ্গিক স্থায়ী কমিটিগুলোকে সক্রিয় করতে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদে ত্রৈমাসিক লবি মিটিং অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ জুন) ইউনিয়ন পরিষদ হলরুমে মানব মুক্তি সংস্থার (এমএমএস) আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।  ইউপি সদস্য মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন মানব মুক্তি সংস্থার প্রকল্প কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন। সভায় বক্তব্য দেন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ কাদের,ইউপি সদস্য সাইফুল ইসলাম,ইউপি সদস্য বাহাদুর আলী,জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক াবদ্যুৎ ভুঁইমালী প্রমুখ। 

সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন  স্থায়ী কমিটি নিয়ে আলোচনা করা হয় এবং এ সকল কমিটির কার্যক্রমকে সক্রিয় করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিতে আদিবাসী প্রতিনিধি সংযুক্ত করার আহবান জানানো হয়। 







চাটমোহরে প্রতিপক্ষের মারপিটে আহত ১

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি হলেন চরপাড়া গ্রামের রোস্তম আলী মোল্লার ছেলে বশির মোল্লা (৪৭)। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চরপাড়া সাহেব বাজারে। 

অভিযোগে জানা গেছে,চরপাড়া গ্রামের ইজাবত আলীর ছেলে কুতুব উদ্দিন ও আঃ কুদ্দুস এবং আঃ রশিদের ছেলে আমিরুল বশির মোল্লার পরিবারের রাইস মিলের ড্রাইভারকে মারপিট করেন। বিষয়টি শোনার জন্য বশির মোল্লা,নবীর চাদসহ অন্যরা চরপাড়া সাহেব বাজারে গিয়ে কুতুব উদ্দিনকে জিজ্ঞেস করলে বাকবিতন্ড শুরু হয়। এক পর্যায়ে কুতুব গং লোহার রড়সহ লাঠি দিয়ে বশিরকে আতর্কিত মারপিট করে চলে যায়। আহত বশিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হাসপাতালে গিয়ে আহত বশিরের সাথে কথা বলেছেন।

আহত বশির মোল্লার ছেলে রনি জানান,কুতুব গং মাদকসেবী। মাদকাসক্ত অবস্থায় মারধর করেছে। তাছাড়া এলাকার বিভিন্ন অপকর্মের সাথে এরা জড়িত।  

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,ঘটনাটি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে