২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১ জন

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৭:০৩ পিএম
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১ জন

হঠাৎ দেশে করোনার প্রকোপ বেড়েছে। গত দু’দিন করোনায় মৃত্যু থাকলেও আজকের বার্তায় কেউই মারা যাননি। তবে গত দিনের তুলনায় করোনায় শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হন ১৯ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সবশেষ ২৪ ঘণ্টায় ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ।”

“নতুন করে ২১ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ০১৮ জনে। আর নতুন করে মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৮ জনে অপরিবর্তিত রয়েছে।”

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।