গোমস্তাপুরে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৭:০৫ পিএম
গোমস্তাপুরে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রানি—ক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। উদ্বোধনী দিনে ১ জনকে কৃষক বিঘা প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ,১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।  পরে একই স্থানে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলামসহ উপহারভোগী কৃষকরা। 

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, ইয়ার ফ্লো মেশিন, তালা নারিকেল, লেবু, পেঁয়াজ কন্দ, আম, নিম, কাঁঠাল, বেল, তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ক্ষুদ্র ও প্রানি—ক কৃষকের মধ্যে এসব বিতরণ করা হবে। এর মধ্যে ৩ হাজার ২০ জনকে রোপা আমন (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার, ৫৫০জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ, বালাইনাশক ও রাসায়নিক সার ,১৫০ জনকে উফশী জাতের শাকসবজি ও রাসায়নিক সার , ৯৫ জনকে লেবু ও জৈব সার, ১০জনকে শীতকালীন পেঁয়াজ কন্দ, বালাইনাশক ও সংরক্ষন পাত্র, ৮৬ জনকে উন্নতজাতের আম,২০ জন হাইব্রিড তুলা , পেঁয়াজ সংরক্ষনের জন্য এয়ার ফ্লো মেশিন ৮টি, ৯০ টি প্রতিষ্ঠানকে নারিকেলের চারা , কৃষক পরিবারের সদস্য ১৪৫০ শিক্ষার্থীকে নিম, বেল, জাম ও কাঁঠাল চারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪৩০ টি তালের চারা ও বেড়া সহায়তা করা হবে হলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে