জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান চেয়ারম্যানকে অপসারণ ও নিপীড়নমূলক বদলি আদেশ বাতিলের দাবিতে আগামী ২৫ ও ২৬ জুন অবস্থান কর্মসূচি ও কলমবিরতি চলবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আর দাবি পূরণ না হলে ২৮ জুন থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন তারা।
মঙ্গলবার আগারগাঁওয়ের এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলন থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সকাল থেকে এনবিআর চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, “২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকায় অবস্থিত কর, কাস্টমস ও ভ্যাট দফতরগুলোতে এবং ঢাকার বাইরে নিজ নিজ দফতরে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।”
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, “বর্তমান চেয়ারম্যান ও তার ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ‘অবৈধ বদলি, স্বেচ্ছাচারিতা ও নিপীড়নমূলক আচরণের’ অভিযোগ রয়েছে। এসব অপচেষ্টার প্রতিবাদে কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং রাজস্ব ব্যবস্থা রক্ষায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।”
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান সরকারের বিতর্কিত আমলাদের একজন হিসেবে এনবিআর ও রাজস্ব প্রশাসনে ‘অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা’ করছেন। তার বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি চলবে বলেও তারা ঘোষণা দেন।
ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, “এনবিআর চেয়ারম্যানকে আগামী ২৭ জুনের মধ্যে অপসারণ না করা হলে ২৮ জুন থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব অফিসে অনির্দিষ্টকালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু হবে। তবে এ কর্মবিরতিতেও আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম স্বাভাবিক থাকবে।”
এনবিআরের অভ্যন্তরীণ সংস্কার এবং কর্মকর্তাদের স্বচ্ছভাবে কাজ করার পরিবেশ নিশ্চিতে একাধিকবার দাবি-দাওয়া তুলে এসেছে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। তবে এবারের আন্দোলনে সরাসরি চেয়ারম্যানের অপসারণ চাওয়া এটিকে ভিন্নমাত্রা দিয়েছে।