দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট দিঘলিয়ার উদ্যোগে এক অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার ( ২৪ জুন) দুপুর পৌণে ১ টায় দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এ কর্মরত হেলথ ইন্সপেক্টর, কৃষ্ণা দে'র নেতৃত্বে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিঘালিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আওতায় কর্মরত সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণ এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
উক্ত কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীতে নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নিত করণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে সারা বাংলায় এক যোগে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত হেলথ ইন্সপেক্টর, বিগত ১৯৯১ সালের পর হতে তাদের বর্ণিত যৌক্তিক দাবি পূরণ না করায় একই পদে দীর্ঘদিন চাকরীরত থাকতে হয়। এমতাবস্থায় জুনিয়র এবং সিনিয়রদের বেতনের ধাপের কোন পরিবর্তন হয় না। এছাড়াও সারা বাংলাদেশে যক্ষা, পোলিও, হাম, ধনুষ্টংকার এবং ডিফ্থেরিয়াসহ মাঠ পর্যায়ে বিভিন্ন টিকা কার্যক্রম পরিচালনা করে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে উক্ত রোগের হাত থেকে সুরক্ষার স্বীকৃতি স্বরূপ সরকার বিদেশি স্বাস্থ্য সংস্থার নিকট হতে পুরস্কার পেলেও প্রকৃত মাঠকর্মীদের মূল্যায়ন করা হয়নি বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত ১৫ জন হেলথ অ্যাসিস্ট্যান্ট ৩ জন সহঃ হেলথ ইন্সপেক্টর ও ১ জন হেলথ ইন্সপেক্টর হিসেবে কর্মরত। যেখানে ১২ জন সহঃ হেলথ ইন্সপেক্টর থাকার কথা। এমতাবস্থায়, অন্যান্য সদস্যদের দ্বারা অতিরিক্ত দায়িত্বসসমূহ পালন করা হয়ে থাকে বলে জানা যায়। আন্দোলনকারী স্বাস্থ্য সহকারীরা জানান তাদের এ দাবীর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদনের মাধ্যমে ইতোপূর্বে জানানো হয়েছে। তাদের এ দাবী দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না করলে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ করে দেওয়া হবে।