চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূর্ব হাসা গ্রামের মাদক কারবারি ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবারক পাটোয়ারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত চাঁদপুর সদর ও ফরিদগঞ্জের মাদকের বড় বড় চালান পাচার করার সাথে জড়িত ছিল এই মাদক ব্যবসায়ী মোবারক পাটোয়ারী।
এছাড়া সে ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম জমি দখল মাদক ব্যবসা সহ এলাকার মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় বিগত দিনে তার বিরুদ্ধে বেশ কয়েকটি সংবাদ প্রচার হয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের ডিবির এসআই মাজাহার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপান সংবাদের ভিত্তিতে সোমবার রাতে খবর পেয়ে গোয়ালবাওর বাজার এলাকা থেকে মোবারক পাটোয়ারীকে আটক করতে সক্ষম হয়। ডিবি পুলিশের হাতে আটক হওয়া মোবারক পাটোয়ারী উত্তর হাসা গ্রামের মৃত জব্বর পাটোয়ারী ছেলে।
চাঁদপুরের বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় মোবারক পাটোয়ারীতে গ্রেপ্তার দেখিয়ে আদালতের পাঠায় চাঁদপুর সদর থানা পুলিশ।
আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।
ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবারক পাটোয়ারী গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এদিকে মোবারক পাটোয়ারীকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক নেতাকর্মী ও শীর্ষ মাদক কারবারিরা তদবির করেও ব্যর্থ হয় বলে জানা যায়।