রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দুই মামলায় রংপুরের তারাগজ্ঞ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান লিটনকে গ্রেফতার করে আদালতে চালান দেয়া হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২২ জুন যশোহর জেলার বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে চিকিৎসার জন্য যাওয়ার সময় এমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর সোমবার তাকে বেনাপোল থেকে রংপুরে নিয়ে নিয়ে আসা হয়।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে সেখানে তার পক্ষে জামিনে আবেদন করা হয়। রংপুর মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট সোয়েবুর রহমান জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর কঠোর পুলিশী পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। রংপুর আদালতের পুলিশ পরিদর্শক জানান আসামী আনিসুর রহমান লিটন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রংপুর নগরীর মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এজাহার নামী ৮৮ নম্বর আসামী। এ ছাড়াও সাইদকে গুরতর আহত করার ঘটনায় দায়ের এজাহার নামীয় ২৯ নম্বর আসামী। তার বিরুদ্ধে সুনিদৃষ্ট অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।