বন্ধন হাসপাতালের কার্যক্রমে স্থগিতাদেশ

কালিগঞ্জে যথাযথ চিকিৎসা না পেয়ে নবজাতকের মৃত্যু

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা): | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৭:৫৯ পিএম
কালিগঞ্জে যথাযথ চিকিৎসা না পেয়ে নবজাতকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে অবস্থিত বন্ধন হাসপাতালের বিরুদ্ধে যথাযথ চিকিৎসা না পেয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

সিভিল সার্জনের পাঠানো একটি চিঠিতে বলা হয়, গত ৪ জুন সকালে তদন্ত কমিটি হাসপাতালটিতে সরেজমিনে তদন্ত করেন। তদন্তে উঠে আসে, মনিরা পারভীন নামের এক প্রসূতি বিকেলে ৪ টায় ভর্তি হন। কিন্তু প্রসবের সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় নবজাতকর মৃত্যু হয়। তদন্ত প্রতিবেদনে শিশুটির মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়- “Asphyxia due to prolonged/obstructed labour”  (প্রসবে দীর্ঘ বিলম্ব ও বাধাজনিত শ্বাসরোধ)। বিষয়টি গণমাধ্যমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিক তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হয়।

সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ‘আপনার (হাসপাতাল কর্তৃপক্ষের) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও কথা উল্লেখ করা হয়।

চিঠির অনুলিপি মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, পরিচালক (স্বাস্থ্য) খুলনা বিভাগ, জেলা প্রশাসক সাতক্ষীরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে লাইসেন্স ও চিকিৎসকবিহীন হাসপাতালগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।