পটুয়াখালীর বাউফল সদর ইউঃপিঃ সচিব এনামুল হক মুকুলকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সজীব হোসেন নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। দাবি কৃত চাঁদা ও অনৈতিক সুবিধা না দেয়ায় সচিব কে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদে। অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি সজিব হোসেন পিং মিলন গাজী এবং তার সঙ্গে থাকা কয়েকজন কর্মী সচিব এনামুল হক মুকুলের কক্ষে প্রবেশ করে অফিসের বিভিন্ন নথিপত্র খোঁজাখুঁজি শুরু করেন। সচিব বাধা দিলে তারা তার উপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন এবং একপর্যায়ে কাঠের চেয়ার দিয়ে আঘাত করেন।
স্থানীয় গ্রাম পুলিশ এবং উপস্থিত সেবা প্রত্যাশীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত সচিব এনামুল হক মুকুল বলেন, “৫ আগস্টের পর থেকে সে বিভিন্ন অনৈতিক সুবিধা ও নগদ অর্থ দাবী করে আসছিল। আমি তাতে রাজি না হওয়ায় এ হামলা চালানো হয়েছে। ঈদের সময়ও সে বিজিএফ তালিকার চাল দাবি করেছিল।”
তিনি আরও জানান, এ ঘটনায় ছাত্রদলের এক কর্মী সাইদুল (পিং রশিদ গাজী) মারধরের ভিডিও ধারণ করেছেন।
তবে অভিযুক্ত ছাত্রদল নেতা সজিব হোসেন জুয়েল বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি ইউনিয়ন পরিষদে একটি ট্রেড লাইসেন্স নিতে গিয়েছিলাম। সচিবের সাথে আমার কোনো সমস্যা হয়নি।”
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “একজন সরকারি কর্মকর্তাকে সরকারি কার্যালয়ে লাঞ্ছিত করা গুরুতর অপরাধ। বিষয়টি রাষ্ট্রীয় বিধি অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।”