আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৮:৪৯ পিএম
আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় আশাশুনি আর্মি ক্যাম্পের ইনচার্জ লে. আসেফ, থানার এসআই ফিরোজ হোসেন, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সিনিঃ মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, বিএনপি নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল আফসার মোর্তজা, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাওঃ আবু বক্কর, হাজী আবু দাউদ ঢালী, খাজরার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি আলিম মাদ্রাসার প্রিন্সিপ্যাল ড. আবুল হাসান, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় মাদক ও অন লাইন জুয়ার প্রবনতা বৃদ্ধি, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা না নেওয়াসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জোরালে প্রতিবাদ জানানো হয়। সাথে সাথে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নত কেউ কেউ বিভিন্ন অন্যায় কাজে ইন্ধন দিচ্ছে অভিযোগ করে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে প্রস্তাব করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে