ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাত শতাধিক গ্রেফতার এবং তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
বুধবার এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যমের সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, “ইরানি গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনী দেশটিতে ইসরায়েলের ‘গুপ্তচর নেটওয়ার্কের’ সঙ্গে জড়িত সন্দেহে ৭০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় গ্রেপ্তার করা হয় এসব সন্দেহভাজনদের।”
অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, “ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তিনজনকে ফাঁসি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।”
"ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যাকাণ্ড পরিচালনার" পাশাপাশি দেশে সামরিক সরঞ্জাম পাচারের চেষ্টা করার জন্যও তাদের দোষী সাব্যস্ত করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন- ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ।