রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায়, ঋণের ক্ষেত্রে ছাড় দিচ্ছে: অর্থ উপদেষ্টা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০২:৫৭ পিএম
রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায়, ঋণের ক্ষেত্রে ছাড় দিচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, “দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। তবে বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ও ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ঘোষণা আসায় ঋণদাতা সংস্থাগুলো ঋণ দেয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে।”

এসময় এনবিআর চলমান আন্দোলন প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “এনবিআরের মধ্যে আগে স্বচ্ছতা, জবাবদিহিতা ছিল না। আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী লাভবান হতো। এখানে স্বার্থের বিষয় আছে বলেই ক্যারিয়ারের প্রশ্ন তুলে আন্দোলন হচ্ছে।”

তিনি আরও যোগ করে বলেন, “আগামী বৃহস্পতিবার (২৬ জুন) আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হবে। এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ারে কোনো অসুবিধা হবে না বরং তাদের স্ট্যাটাস বাড়বে জানানো হলেও তাদেরকে নেগেটিভ দিক বুঝিয়েছে কেউ।”

‘হরমুজ প্রণালীর কারণে গম বা জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে সার আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে’-যোগ করেন এ উপদেষ্টা।

আপনার জেলার সংবাদ পড়তে