পোরশায় ট্রাকের ধাক্কায় নিহত ১

এফএনএস (এম রইচ উদ্দিন, পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৩:১৪ পিএম
পোরশায় ট্রাকের ধাক্কায় নিহত ১

নওগাঁর পোরশায় আম বহনকারী ট্রাকের ধাক্কায় মর্জিনা (৫২) নামে এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন। তিনি পলাশবাড়ী  গ্রামের জুলফিকার আলি ভুট্টুর স্ত্রী। তিনি পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানাগেছে, মর্জিনা মঙ্গলবার কর্মস্থলে যাওয়ার জন্য গাংগুরীয়া মোড়ে পায়ে হেটে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় সরাইগাছি মোড়ের দিক থেকে আসা একটি আম ভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে