ময়মনসিংহের গফরগাঁওয়ে 'প্লাস্টিক দূষণ আর নয়'- এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
তিনি বলেন, প্লাস্টিক দূষণ বিশ্বব্যাপী এক ভয়াবহ সমস্যা। এটি পরিবেশ, প্রাণিকূল ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। আমাদের প্রত্যেককে সচেতন হয়ে প্লাস্টিক ব্যবহারে সীমাবদ্ধতা আনতে হবে এবং পরিবেশ বান্ধব বিকল্প খুঁজে নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পরিবেশপ্রেমী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।